স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এস৫ স্মার্টফোনের একটি সংস্করণের ঘোষণা দিয়েছে স্যামসাং। বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন নতুন আরেকটি ধাতব সংস্করণের গ্যালাক্সি এস৫ তৈরি করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হচ্ছে, ধাতব স্মার্টফোনটি গ্যালাক্সি এফ সিরিজে যুক্ত করবে স্যামসাং। ব্লুমবার্গের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
কোরিয়ার সংবাদমাধ্যম ইটি নিউজের এক খবরে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে বাজারে আসবে ধাতব কাঠামোর এস৫। তবে এমডব্লিউসিতে ঘোষিত প্লাস্টিক কাঠামোর এস৫ সংস্করণটি এ বছরের এপ্রিল মাসে ১৫০টি দেশের বাজারে ছাড়বে স্যামসাং।
ধাতব সংস্করণটিতে নতুন ফিচার হিসেবে যুক্ত হবে ২কে রেজুলেশন, স্ক্রিনে ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেলে ছবি দেখা যাবে। ধাতব কাঠামোর স্মার্টফোনটিতে তিন গিগাবাইট র্যাম ও ৬৪ বিটের এক্সিনয়িস ইনফিনিটি প্রসেসর ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের ক্যামেরা সুবিধা থাকবে।
এদিকে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাজারে থাকা গ্যালাক্সি এস৪ মডেলের চেয়ে কম দামে গ্যালাক্সি এস৫ বাজারে ছাড়ার পরিকল্পনা করছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।
Collected From www.prothom-alo.com............
No comments:
Post a Comment